বৃহস্পতিবার (১২ ফ্রেরুয়ারী) সকালে মৌলভীবাজারের বড়লেখায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলায় পেট্রল ছিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পিকেটাররা। এ সময় বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ফায়ার ব্রিগেড এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে পুড়ে গেছে বাসটি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটায় সিলেটের বিয়ানীবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলা (ঢাকা মেট্রো ব-১১-১৩০৬) বড়লেখার দাসেরবাজার নামক স্থানে ২০/২৫জন পিকেটারে কবলে পড়ে। এ সময় পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ি গ্লাস ভাঙচুর করে। বাসের চালক মাসুদ আলম সামনের দিকে না গিয়ে গাড়ি পিছনে করে প্রায় আধ-কিলোমিটার দূরে মাইজগ্রাম নামক স্থানে নিয়ে যান। এ সময় গাড়ি থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে ১০জন যাত্রী আহত হয়েছেন। পিকেটাররা ও ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে মাইজগ্রামে এসে পেট্রল ছিটিয়ে বাসটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে বড়লেখা ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মনিুরুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস