Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বড়লেখায় বাস পুড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা,গ্রেফতার ২
বিস্তারিত

সোমবার (১৬ মার্চ) রাতে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে দাঁড়িয়ে থাকা একটি বাসে (সিলেট জ-১১-০৮১৮) র্দূবৃত্তরা পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৪ জনের নাম উল্লেখ ও আরো ১২ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে থানায় মামলা রজু হয়েছে। মামলা নং-৭, তারিখ-১৭/০৩/২০১৫ইং।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, ছাত্রদলের ২ কর্মীসহ ৪জনের নাম উল্লেখ ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে গাড়ীর মালিক হাফিজুর রহমান বাদী হয়ে এ মামলার এজাহার দাখিল করেন।এদিকে ১৬ ও ১৭ মার্চ রাতে গাড়ী পুড়ানো মামলায় এজাহার নামীয় ১ ও ২ নং আসামী ছাত্রদল কর্মী শরীফ উদ্দিন (২৫) ও আবু আহমদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শরীফ উদ্দিন পৌর শহরের ইয়াকুব নগরের আলা উদ্দিনের পুত্র। 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, বিশেষ ক্ষমতা আইনে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এজাহার নামীয় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। 
উল্লেখ্য, গত সোমবার (১২ মার্চ) রাতে পৌর শহরে দাঁড়িয়ে থাকা একটি বাসে (সিলেট জ-১১-০৮১৮) র্দূবৃত্তরা পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে।

ছবি
ডাউনলোড