বড়লেখা প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন- আওয়ামীলীগ সরকার যখন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, তখন দেশের উন্নয়ন ও দেশ গঠনে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস-নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও সহ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) উপজেলার সুজানগর ইউনিয়নের পাটনা গ্রামে ২১০ পরিবার এবং বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে সদর ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামে ৯০ পরিবার এবং তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওর পাড়ের মুর্শিদাবাদকুরা গ্রামে ৩০০ পরিবারের মাঝে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ তিনি এসব কথা বলেন।
হুইপ আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তাই তারা মুক্তিযুদ্ধের বিজয় মেনে নিতে পারেনি। তাদের কী অধিকার আছে এই দেশে রাজনীতি করার? আন্দোলনের নামে তারা প্রায় ২ মাস ধরে দেশে হরতাল-অবরোধ করে যাচ্ছে। টানা এ হরতাল-অবরোধে বিরক্ত হয়ে মানুষ ঘৃণা ভরে তাদের ধ্বংসাত্মক এসব কর্মসূচী প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি সদস্য ফারুক উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ডিজিএম নিল মধাব বণিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, শিক্ষিকা নাজমা বেগম, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান নানু, দিপাল চক্রবর্তী প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস